প্রাণভিক্ষার আবেদন না করলে যে কোনো সময় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার বেলা ৩টার দিকে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রায় কার্যকরের সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন আসামির ক্ষমা চাওয়া না চাওয়ার উপর ফাঁসি কার্যকরের বিষয়টি নির্ভর করছে।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৬/মাহবুব