চট্টগ্রাম নগরীতে বাসের ধাক্কায় ভাসমান এক অজ্ঞতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। সোমবার গভীর রাতে নগরীর পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পাহাড়তলী থানার ওসি রনজিৎ বড়ুয়া বলেন, রাতে একটি দ্রুতগতির বাস ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি। তবে স্থানীয়রা জানান নিহত ওই ব্যক্তি ভবঘুরে ছিল। তিনি ওই এলাকায় ঘুরে বেড়াতেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ