ঢাকায় র্যাবের হাতে অস্ত্রসহ আটক বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের বিকল্প হিসেবে গঠিত ছাত্র কর্মপরিষদের মেয়াদোত্তীর্ণ জিএস নাহিদ সেরনিয়াবাত ও ছাত্রলীগ নেতা জুবায়ের আলমের মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিএম কলেজ ক্যাম্পাসের সামনে মূল সড়কে বিএম কলেজ ছাত্রলীগ এবং বাকসুর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। গত মাসে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় র্যাবের হাতে অস্ত্রসহ আটক নাহিদ ও জুবায়ের বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ