একুশে পদকপ্রাপ্ত প্রয়াত ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহার স্বপ্ন পূরণে আইন পেশায় এসেছেন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সন্তান, তারই নাতি অয়ন ওসমান। মঙ্গলবার প্রথম দিন নারায়ণগঞ্জ আদালতে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট বাসেত মজুমদারের শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন অয়ন।
এ বিষয়ে অয়ন ওসমান বাংবাদিকদের বলেন, ''আমার দাদার স্বপ্ন ছিল আমার বাবাকে (একেএম শামীম ওসমান) আইন পেশায় নিয়োজিত করবেন। কিন্তু বাবা রাজনৈতিক ব্যস্ততার কারণে আইন পেশায় নিয়োজিত হতে পারেননি। আমার বাবার কাছে শুনেছি দাদা বলেছেন তোর ছেলেকে আইন পেশায় নিয়োজিত করবি। আমার লেখাপড়ার সময় কেটেছে আমেরিকা, কানাডা ও ভারতে। কিন্তু আমি যেখানেই ছিলাম বা যা কিছুই করি আমার প্রথম স্বপ্ন নারায়ণগঞ্জ, প্রথম চিন্তাও নারায়ণগঞ্জ।''
সকালে অয়ন ওসমান নারায়ণগঞ্জ আদালতে প্রবেশ করেন। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়ার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার শুনানীতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট বাসেত মজুমদার। বাসেত মজুমদারের জুনিয়র হিসেবে অয়ন ওসমান কর্মক্ষেত্রে যোগদান করেন। আদালতে অয়ন ওসমানের সঙ্গে আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী লোকজন সেলফি তোলেন।
উল্লেখ্য, অয়ন ওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম শামীম ওসমানের ছেলে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ