জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাঁচটি অনুষদের ডীন নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। নির্বাচনে ৪ অনুষদে আওয়ামীপন্থী শিক্ষকরা জয় পেয়েছেন। অপর একটি অনুষদে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করায় ভরাডুবি হয়েছে বিএনপিপন্থীদের।
আজ বিকাল পৌনে ৩ টায় ভোট গণনা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও নির্বাচনের রিটার্নিং অফিসার আবু বকর সিদ্দিক এ ফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে বিভিন্ন বিভাগের ৫ শতাধিক শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকরা ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’, বিএনপিপন্থী শিক্ষকরা ‘বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ব ও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক’ এবং আওয়ামী ও বিএনপির একাংশ এবং বাম মতাদর্শের শিক্ষকরা ‘প্রগতিশীল জোট’ ব্যানারে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করে।
এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে সর্বোচ্চ ৫৮ ভোট পেয়ে ২য় মেয়াদে ডীন নির্বাচিত হয়েছেন আওয়ামীপন্থী শিক্ষক অর্থনীতি বিভাগের অধ্যাপক মোঃ আমির হোসেন। গাণিতিক ও পদার্থবিজ্ঞান বিষয়ক অনুষদে সর্বোচ্চ ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামীপন্থী শিক্ষক পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার।
অপরদিকে কলা ও মানবিকী অনুষদে সর্বোচ্চ ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ মোজাম্মেল হক। জীববিজ্ঞান অনুষদে সর্বোচ্চ ৪৫ ভোট পেয়ে ফের ডীন নির্বাচিত হয়েছেন আওয়ামীপন্থী শিক্ষক আব্দুল জব্বার হাওলাদার।
এদিকে বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডীনের দায়িত্ব পালনকারী ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা বিনা প্রতিদ্বন্দ্বীতায় ডীন নির্বাচিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ হিমেল-২৪