মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া দিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজধানীর নাজিমুদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন চকবাজার থানার উপ-পরিদর্শক শুভঙ্কর।
তিনি বলেন, কারাগারের সামনে ও আশপাশের রাস্তায় মানুষ যাতায়াত করতে পারলেও কোনো যান চলাচল করতে পারবে না।
এদিকে, ঢাকা কেন্দ্রীয় কারাগার, গাজীপুরের কাশিমপুর কারাগার ও নড়াইল কারাগার থেকে এনে দশ জল্লাদের একটি টিমও তৈরি করা হয়েছে, যাদের মধ্যে চূড়ান্তভাবে মনোনীত ৭ জন নিজামীর ফাঁসি কার্যকরে অংশ নেবেন।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৬/মাহবুব