রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে ৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট নগরীর চার থানা এলাকায় সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, রাতভর অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা বিভিন্ন মামলার পলাতক আসামি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। আগের মামলায় এবং নতুন করে মামলা দায়ের করে তাদের দুপুরে আদালতে নেওয়া হয়। এ সময় আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এদের মধ্যে কোন রাজনৈতিক নেতাকর্মী নেই বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ