বরিশাল নগরীর সাগরদী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিতরে ঢুকে নবম শ্রেণির ছাত্রীদের উত্ত্যক্ত করায় দুই বখাটেকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উত্তর সাগরদী এলাকার মো. জলিল কাজীর ছেলে রফিকুল ইসলাম তুহিন ও দক্ষিন সাগরদী এলাকার আ. মালেক হাওলাদারের ছেলে আসিফ মোর্শেদ জুয়েল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা জানান, সকাল ১১ টার দিকে ওই দুই বখাটে সাগরদী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিতরে ঢুকে নবম শ্রেণির ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। এ সময় শিক্ষকরা তাদের আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানালে পুলিশ আটক দুই বখাটেকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ