বরিশালে গত এক মাসে ৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে বাকেরগঞ্জে একজন, বানারীপাড়ায় একজন, মুলাদীতে দু'জন এবং হিজলায় একজন। এছাড়া এপ্রিল মাসে বরিশাল জেলা ও নগরীতে মোট ২৪৮টি অপরাধ সংঘঠিত হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটন এলাকায় ১০৬টি এবং জেলার বিভিন্ন থানায় ১৪২টি।
মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় এসব তথ্য উপস্থাপন করেন সভার সভাপতি জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।
সভায় বলা হয়, বরিশাল মেট্রোপলিটন ও জেলায় মাদক সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পেয়েছে। গত মাসে জেলা ও মেট্রোপলিটন এলাকায় মোট ৬৬টি মাদকদ্রব্য মামলা হয়েছে। বৃদ্ধি পেয়েছে নারী ও শিশু নির্যাতনের ঘটনাও। এপ্রিল মাসে বরিশাল মেট্রো এলাকায় ১০টি এবং জেলায় ১৪টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এ সময়ের মধ্যে মেট্রো এলাকায় শিশু নির্যাতনের কোন ঘটনা না ঘটলেও জেলায় ১৮টি শিশু নির্যাতনের কথা উল্লেখ করা হয় সভায়।
সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার রোধ করতে নগরীর রূপাতলী বাস মালিক সমিতির সভাপতিকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। নগরীর ফোরলেন সড়কে গাড়ি পার্কিং রোধ করে জনদুর্ভোগ কমানোর নির্দেশ দেন জেলা প্রশাসক।
এছাড়াও সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার গোলাম রউফ খান, পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী হোসনেয়ারা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল প্রমুখ।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৬/মাহবুব