মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর তার মরদেহ নিজ গ্রামের বাড়ি পাবনায় নিতে ৪টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী জানান, কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে চারটি অ্যাম্বুলেন্স কেন্দ্রীয় কারাগারের পাশে ঢাকা আলিয়া মাদরাসার মাঠে রাখতে বলা হয়েছে। কারা কর্তৃপক্ষের নির্দেশ মত সেগুলো কারা ফটকে নেওয়া হবে।
নিজামীকে তার নিজ গ্রাম পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মন্মথপুর গোরস্থানে দাফন করা হবে। সেখানে তার বাবা এবং মাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্যের কবর রয়েছে।
এদিকে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে তার সঙ্গে সাক্ষাৎ করেন পরিবারের সদস্যরা।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৬/মাহবুব