দুপুরে সামান্য খেয়েছি। সেই সন্ধ্যা থেকে দাঁড়িয়ে অাছি। জানি না ব্যারাকে গিয়ে রাতে খাবার পাবো কিনা। এভাবেই বলছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা এএসঅাই খায়রুজ্জামান।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে দাঁড়িয়ে থাকা খায়রুজ্জামান এভাবেই মনের দুঃখ প্রকাশ করলেন। একই কথা জানালেন পুলিশ কনস্টেবল সিদ্দিক। বলেন, এর অাগে যাদের ফাঁসি হয়েছে, একইভাবে কষ্ট করতে হয়েছে। গতকাল থেকে দাঁড়িয়ে অাছি। পেটে খাবার না থাকলে দাঁড়ানোর শক্তি কোথায় পাবো?
উল্লেখ্য, জামায়াতের অামির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরকে ঘিরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ