রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগর জামায়াতে ইসলামীর আমির আবুল হাসেমসহ বিভিন্ন মামলার ৫৮ জনকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি বলেন, মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আটক করা হয়েছে। এসময় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদেরও গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৬/মাহবুব