সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অন্যতম সামাজিক সংগঠন ‘ইয়ুথ ফর সোশ্যাল এইড’ (ইফসা) এর নবীন বরণ-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে জাবির ৪৫তম আবর্তনকে বরণ করে নেয় সংগঠনটি।
বর্ণিল এই নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা। বায়োটেকনলজি ও জেনেটিক ইঞ্জিানয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ড. মো. শরীফ হোসেন ইফসার কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, “সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাওয়া এই সংগঠনটি অন্যান্য অনেক সংগঠনের চেয়ে একেবারেই ব্যতিক্রম। সংগঠনটির বিভিন্ন জনকল্যাণমূলক কাজ একদিকে যেমন দেশের কাঙ্খিত উন্নয়নে অবদান রাখবে তেমনি তা শিক্ষার্থীদের সাংগঠনিক দক্ষতা অর্জনে সহায়তা করবে।”
সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক তারিকুল ইসলাম বলেন, “দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠির প্রতি যেসব দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা পালন করার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী বিকশিত হবে।”
ফার্মেসী বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুকল্যাণ কুমার কুন্ডু বলেন, “নবীনদেরকে প্রথমে তাদের পড়াশুনার প্রতি গুরাত্বারোপ করতে হবে। পাশাপাশি এই ধরণের সংগঠনের সাথে কাজ করলে তারা সমাজের বিভিন্ন অসংগতি সম্পর্কে জানতে পারবে এবং সমাজের মানুষকে জানাতে পারবে।”
আন্তজার্তিক সম্পর্ক বিভাগের প্রভাষক মো. জান্নাতুল হাবীব নবীন শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “সমাজের অবহেলিত, নিপীড়িত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করার আগ্রহ আমাদের সবারই রয়েছে। তাদের সামগ্রিক উন্নয়নে ভালভাবে কাজ করার একটি উত্তম প্ল্যাটফর্ম গড়ে দিয়েছে ইফসা।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনটির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক বৈশাখী দত্ত ও আরিফুল ইসলাম, অনুষ্ঠানের আহ্বায়ক ফয়সাল মাহমুদ শান্ত, সাবেক সভাপতি হাসান মাহমুদ পলাশ এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল ইসলাম দিদার।
উল্লেখ্য, ২০১৫ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয় ইয়ুথ ফর সোশ্যাল এইড। বয়স মাত্র ১ বছর হলেও ইতোমধ্যেই বেশ কিছু ব্যতিক্রমী এবং গঠনমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে সংগঠনটি।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৬/ হিমেল-২১