রাজধানীর মহাখালীতে রফিকুল ইসলাম (৫৫) নামে বেসরকারি নিরাপত্তা সংস্থার এক কর্মী নিজের গুলিতে আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে আহত রফিকুলের সহকর্মীরা জানান।
তারা বলেন, পুনর্ভবা নামের একটি সিকিউরিটি কোম্পানীতে রফিকুল চাকরি করেন। রাতে অসাবধানতাবশত নিজের বন্দুকের গুলি বুকের বাম পাশে লাগলে তিনি আহত হন। ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার গ্রামের বাড়ি নীলফামারীতে। তিনি মহাখালীতেই থাকতেন।
তার সহকর্মীরা আরও জানান, তাকে এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। কোনো অপারেশন প্রয়োজন হয়নি। অবস্থাও আশঙ্ক্ষাজনক নয়।
বিডি-প্রতিদিন/০৮ জুন, ২০১৬/মাহবুব