চট্টগ্রামে প্রকাশ্যে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যায় জড়িত সন্দেহে সাবেক শিবির ক্যাডার আবু নাসের গুন্নুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
আজ সকালে ফতেয়াবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে গ্রেফতারকৃত আবু নাসের এ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিল কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। দেবদাস ভট্টাচার্য বলেছেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ তবে হত্যায় তার যে সম্পৃক্ততা আছে, এ ব্যাপারে নিশ্চিত তিনি।
সিএমপির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, ‘মধ্যপ্রাচ্যের একটি দেশে থাকত আবু নাসের। দেশে ফিরে সে মাজারে খাদেমগিরি শুরু করে। আবু নাসেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বেরিয়ে আসবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/০৮ জুন ২০১৬/হিমেল-১১