বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার বেলা ১২টার দিকে কেরানীগঞ্জের মান্দাইল খালের ঘাট এলাকার সামনে বুড়িগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাদশা জানান, দুপুর ১২টার দিকে লোকমুখে শুনতে পাই বুড়িগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। এরপর য়নাতদন্তের জন্য মরদেহটি মস্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের বাম পা ভাঙা। তার পরনে ছিলো প্রিন্টের লাল রংয়ের থ্রি-পিস।
বিডি-প্রতিদিন/০৮ জুন, ২০১৬/মাহবুব