কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ২০১৬ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্রের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে।
আজ দুপুরে বোর্ড কর্তৃপক্ষ এই ফলাফল প্রকাশ করে। পুনঃনিরীক্ষণ শেষে ৩৬৫ জনের ফলাফল পরিবর্তন হয়। ফেল থেকে পাশ করেছে ১২৮ জন এবং অন্য ২৩৭ জনের সার্বিক ফলাফলে পরিবর্তন এসেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩০ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, ১২ মে থেকে ১৮ মে পর্যন্ত পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদনের সময় দেওয়া হয়। পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৩৪ হাজার ৪২১টি বিষয়ে আবেদন পড়ে। এর আগে গত ১১ মে এসএসসি'র রেজাল্ট প্রকাশিত হয়।
২০১৬ সালে এই শিক্ষাবোর্ডে ১ লক্ষ ৬০ হাজার ৫১৭ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৮৩৩ জন উত্তীর্ণ হয়। পাশের হার ছিল ৮৪ শতাংশ।
বিডি প্রতিদিন/০৮ জুন ২০১৬/হিমেল-২২