নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকায় সিটি করপোরেশনের ময়লার ডিপো থেকে এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর দেড়টার দিকে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা ময়লা অপসারণের সময় অজ্ঞাত পরিচয়ের ওই নারীর খণ্ডিত লাশটি দেখতে পায়।
বন্দর থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, ‘সিটি করপোরেশনের ময়লা ডাম্পিংয়ের সময় এক নারীর ৫ ভাগে খণ্ডিত লাশটি দেখে পরিচ্ছন্নকর্মী ও স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
তিনি বলেন, ‘ওই নারীর বয়স আনুমানিক ৩০। শরীরে কোনো কাপড় ছিল না। লাশের মাথা, বুক, এক পা, এক হাত ও একটি পায়ের পাতা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ৫-৭ দিন আগে কেউ লাশটি ময়লার ভাগাড়ে ফেলে গেছে। পরিচয় পাওয়া গেলে রহস্য উদ্ধার করা সহজ হবে।
বিডি-প্রতিদিন/ ০৮ জুন ১৬/ সালাহ উদ্দীন