সিলেট নগরীর শেখঘাটে মাইক্রোবাস চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
বুধবার বিকেল ৫টার দিকে শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে কাজীরবাজার সেতুর মুখে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-ঠিকানা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সিলেটের কাজীরবাজার ব্রিজ দিয়ে নগরীতে প্রবেশ করছিল একটি মাইক্রোবাস। ব্রিজ থেকে নেমে এসেই রাস্তার পাশে দাঁড়ানো এক রিকশার চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই রিকশাচালক। এসময় আহত হন আরো দুই ব্যক্তি। তাদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বেশক’টি যানবাহন ভাঙচুর করে।
সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ি ইনচার্জ এসআই বেনু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৮ জুন ১৬/ সালাহ উদ্দীন