ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুইজন অতিরিক্ত উপ-কমিশনারকে (এডিসি) নতুনভাবে পদায়ন ও বদলি করা হয়েছে।
বুধবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ডিএমপি জানায়, নতুন পদন্নোতিপ্রাপ্ত এডিসি মো. শহিদুল্লাহকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগে এবং ডিবি দক্ষিণের এডিসি নূর আলম সিদ্দিকী কে ডিএমপির ‘সিরিয়াস ক্রাইম’ বিভাগে বদলি করা হয়েছে।
আদেশে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৮ জুন ১৬/ সালাহ উদ্দীন