রাজশাহীর চারঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের নদীতে পাল্টাপাল্টি জেলেদের আটকের পর রাতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর আটক ভারতীয় জেলেদের ফেরত দিয়েছে বিজিবি। বিএসএফ সদস্যরাও এ সময় বাংলাদেশি জেলেদের ফেরত দেয়।
বিজিবি ১ ব্যাটালিয়নের চারঘাট কোম্পানী কমান্ডার সুবেদার মো. আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশের চকপাড়া ও ভারতের কাগমারী সীমান্তের মধ্যবর্তী স্থানে বালুচরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়। এরপর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী একে অপরের দেশের জেলেদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে রাত ৯টার দিকে দুই দেশের জেলেদের বিনিময় ঘটে।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবির চারঘাটের কোম্পানী কমান্ডার মো. আলী নেতৃত্ব দেন। এ সময় চারঘাটের আলাইপুর সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার সুবেদার গোলাম মোস্তফাসহ কয়েকজন বিজিবি সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৮৩ বিএসএফ’র কাগমারী ক্যাম্পের এসি সঞ্জয় কুমার।
বিডি-প্রতিদিন/ ০৮ জুন ১৬/ সালাহ উদ্দীন