রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের ১১ সদস্যকে আটক করেছে ডিএমপি'র গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)।
বুধবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে জানান ডিএমপি’র উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাদের আটক করা হয়েছে। তারা সরকারি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত।
বিডি-প্রতিদিন/০৯ জুন, ২০১৬/মাহবুব