খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন কাতিকূল গ্রামের একটি ডোবা থেকে ৩ দিন আগে নিখোঁজ হাশমি (৯) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানান আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান।
নিহত শিশু হাশমি সরদার ডাঙ্গা গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
ওসি নাসিম খান বলেন, সকালে বস্তাবন্দি মরদেহ দেখে এলাকাবাসী খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি জানান, শিশুটি তিনদিন আগে থেকে নিখোঁজ ছিলো। বুধবার তার পরিবার এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে।
বিডি-প্রতিদিন/০৯ জুন, ২০১৬/মাহবুব