রাজধানীর দু'টি পৃথক স্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীসহ ৩ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রাজধানীর টিকাটুলি মোড়ে ও গেণ্ডারিয়ার কাঠবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফারিয়া তাবাসসুম (২১), তার ভাই ও একই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র ইজাজুল হক (২৬)। অন্যজন কবির হোসেন (২৪)।
ঢামেক হাসপাতাল পুলিশের ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া এ ঘ্টনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/০৯ জুন, ২০১৬/মাহবুব