রাজধানীর কোতোয়ালী থানাধীন ওয়াইজ ঘাট এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার ফলের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পথচারীর বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্প উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সকালে ওই এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আহত অবস্থায় পড়ে থাকলে পথচারী রুমন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে দায়িত্বরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/০৯ জুন, ২০১৬/মাহবুব