যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সম্পর্কিত আইন প্রণয়ন করার বিষয়ে সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, যারা স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করবে, বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করবে এবং যারা একাত্তরের খুনি গণহত্যাকারীদের পক্ষে কথা বলবে, তাদের বিরুদ্ধেও এই আইনের বলে শান্তির বিধান রাখা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে সংসদ সদস্য পিনু খানের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মোজাম্মেল হক আরও বলেন, ইতিহাস বিকৃতিকারীদের বিরুদ্ধে এখনও কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তবে ভবিষ্যতে শাস্তির ব্যবস্থা করা হবে।
বিডি-প্রতিদিন/০৯ জুন, ২০১৬/মাহবুব