চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরে ডোর টু ডোর কার্যক্রম শুরু করেছে।
সোমবার বিকালে গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বারিক মিয়া উচ্চ বিদ্যালয়ে দুইজন গৃহকর্তীর হাতে বিন তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
ক্লিন ও গ্রিন সিটির ভিশন বাস্তবায়নের লক্ষ্যে চসিক এ কর্মসূচি শুরু করেছে। প্রথম ধাপে নগরীর সাতটি ওয়ার্ডে ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা কর্মসুচি চলবে।
গোসাইলডাাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি শৈবাল দাশ সুমন, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউক, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ছালেহ আহমদ চৌধুরী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চসিকের সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মন্নান ছিদ্দিকী প্রমুখ। সভায় আবর্জনা সংগ্রহ ও পরিবহনের জন্য ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হক নয় লক্ষ টাকা মূল্যের একটি পিকআপ সিটি মেয়রকে উপহার দেন।
চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, পরিকল্পিত বিশ্বমানের নগর গড়া এবং ক্লিন ও গ্রিন সিটির ভিশন বাস্তবায়নের অঙ্গিকার থেকেই ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করা হলো। আমাদের পরিবেশ সুরক্ষা, পরিবেশ বান্ধব স্বাস্থ্যকর নিরাপদ নগরীর লক্ষ্যে রাতে বর্জ্য অপসারণসহ ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারণ কর্মসুচি গ্রহণ করা হয়েছে। এ কাজে দল-মত, ধর্ম-বর্ণ-গোত্র-সম্প্রদায় নির্বিশেষে সর্বশ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
বিডি প্রতিদিন/ ০১ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন