বাংলাদেশে আইএস নামে কোনো জঙ্গি সংগঠন নেই বলে আবারো দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার সন্ধ্যায় সাভার সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর আওয়ামী লীগের জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আমরা ঘুরেছি, আইএস এর কোনো অস্তিত্ব নেই। রাজধানীর গুলশান ও শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে যে জঙ্গি হামলা করে বিদেশিদের হত্যার ঘটনা ঘটেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তা সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছে।
বাংলাদেশে কোনো আইএস নাই যারা উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা এসব ঘটনা ঘটিয়েছে, তারা এদেশীয় সন্ত্রাসী, ইসলাম বিরোধী। তারা জেএমবি, হুজি, আনছারউল্লাহ বাংলাটিম। এদেরকে কঠোর হাতে দমন করার উদ্যোগ নিয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
সাভার পৌর মেয়র আব্দুল গণির সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ।
বিডি প্রতিদিন/ ১২ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন