বিএনপির কেন্দ্রীয় কমিটিকে সার্কাস পার্টির সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কোনো গ্রাম বা ক্লাবের কেন্দ্রীয় কমিটিও ৬শ’ সদস্যের হয় না। বিএনপির এতো বড় কমিটি নিয়ে কখনও বৈঠক হবে না। পুরো প্রেসক্লাব ভাড়া নিলেও সবার এক সঙ্গে বৈঠক সম্ভব নয়। এটি সার্কাস পার্টির কমিটি হয়েছে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
সভায় মির্জা ফখরুলের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, অবশেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারমুক্ত হয়েছেন। পুরো মহাসচিবের দায়িত্ব পেয়েছেন। কিন্তু তাতে তার অভ্যাসের পরিবর্তন হয়নি। মিথ্যা কথা এখন আরও বলছেন। ফখরুলের বক্তব্য- খালেদা জিয়া নাকি অন্তর থেকে জাতীয় ঐক্যের কথা বলছেন! তাহলে ফখরুল কীভাবে খালেদার অন্তর পড়লেন! নিজেদের অপরাধ ঢাকতেই বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে বলেও মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী।
তিনি আরও বলেন, হলি আর্টিজানে হামলা চালিয়ে বিদেশিদের হত্যা করা হয়েছে যাতে বিদেশি বিনিয়োগ না হয়। দেশের উন্নতিতে বাধা দিতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। বিএনপি নিজেদের অপরাধ ঢাকতেই এখন ঐক্যের ডাকের কথা বলে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/১৩ আগস্ট, ২০১৬/মাহবুব