পাকিস্তানের দোসররা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাইছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত ‘জাতি নির্মাণ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু’ শীর্ষক এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, "১৯৭৫ এর ১৫ আগস্টের এই হত্যা শুধু বঙ্গবন্ধুকে হত্যা নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে লাভবান হয়েছে একাত্তরের পরাজিত শক্তি।" তিনি বলেন, "হত্যাকারীদের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে পাকিস্তানের সাথে একটি কনফেডারেশন গঠন করা। পাকিস্তান একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা কিছুতেই চাইবে না বাংলাদেশ একটি কার্যকর রাষ্ট্রে পরিণত হোক। ফলে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য যত রকম উপায় আছে পাকিস্তানের দোসররা তার সব কিছু প্রয়োগ করে যাচ্ছে। আজকের আইএস, জঙ্গি হামলা এ সবই তার উদাহরণ।"
সেমিনারে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির, জাবি’র উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার অধ্যপক খুরশিদা আলম।
বিডি-প্রতিদিন/ ১৩ আগস্ট, ২০১৬/ আফরোজ