প্রধানমন্ত্রীর পররাষ্ট বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, অতীতের যেকোন সময়ের চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন অনেক গভীর ও সৌহার্দ্যপূর্ণ রয়েছে। যার ফলে এখন দু’দেশের যৌথ উদ্যোগে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আরো বৃদ্ধি পাবে। আজ দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ফকিরদরগা এলাকায় বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানী লিমিটেড (বিপিসিএল) এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ব্যবহার অনুপযোগী প্লাস্টিক সামগ্রী দিয়ে কারখানা স্থাপন এ দেশে এটিই প্রথম। এ ধরনের কারখানা পরিবেশ বান্ধব এবং কর্মসংস্থান সৃষ্টিতে যথেষ্ট সহায়ক।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চীফ অফ মিশন ডেভিড মিলি, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খাদেম মাহমুদ ইউসুফ প্রমুখ।
বিডি-প্রতিদিন/এ মজুমদার