চট্টগ্রামের আনোয়ারার গোদারঘাট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। আজ দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ীদের ধরতে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড পূর্ব জোন। তাঁদের (কোস্টগার্ড) উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা ইয়াবার ব্যাগটি পাশের জঙ্গলের দিকে ফেলে যায়। পরে ওই ব্যাগে থেকে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/এ মজুমদার