রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আইন অনুষদের প্রশ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু সাল ভুল পাওয়া গেছে।
সোমবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত ‘বি’ ইউনিট অন্তর্ভুক্ত বিজোড় রোলধারীদের প্রশ্নে এই ভুল পাওয়া যায়।
প্রশ্নপত্রের ৪১ নম্বর প্রশ্নে দেখা যায়, ইংরেজি ব্যাকরণ সম্পর্কিত প্রশ্নে বঙ্গবন্ধুর মৃত্যুর তারিখ ১৫ আগষ্ট থাকলেও সাল ১৯৭৫ এর পরিবর্তে ২০১৬ উল্লেখ করা হয়েছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নে এমন ভুলের ফলে ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
রাবি শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর মৃত্যু সাল ভুল করা কখনোই কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়টি স্বীকার করে আইন বিভাগের সভাপতি অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, অনিচ্ছকৃতভাবে প্রশ্নপত্রে একটি ভুল হয়ে গেছে। এরকম ভুলের জন্য আমরা সকলের কাছে ক্ষমাপ্রার্থী।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, আমি আইন বিভাগের ডীনের সঙ্গে কথা বলেছি। এরকম ভুল যেন আর না হয় সেজন্য তাদেরকে সর্তক করে দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন