চট্টগ্রাম নগরীর ডিসি হলে আজ ধর্মান্ধতা, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশে মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, 'জঙ্গিবাদ আমাদের শেখায় একমাত্র আমি বা আমার মতো মানুষ ছাড়া আর কেউ বাঁচবে না।'
তিনি বলেন, 'দেশে বর্তমানে বিচারহীনতার সংস্কৃতি চলছে। সার্বিক পরিস্থিতিতে আমরা ক্রমশ মাথা নত করে ফেলছি। যে একুশ আমাকে মাথা নত না করতে শিখিয়েছে সেটা আজ ভুলে গেছি। যে একাত্তর আমাদের শিখিয়েছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে মাথা উঁচু করে দাঁড়াতে, সেটা আমরা ভুলে গেছি।'
তিনি আরো বলেন, 'যদিও বা আমাদের প্রত্যেকটা নারীকে প্রতিক্ষণ ধর্ষণ করা হচ্ছে না, আমাদের কেউ অনবরত মারছে না, তবুও প্রতিটি মানুষ পরাজয়ের অনভূতি বহনে বাধ্য হচ্ছি। এভাবে আমরা মানব সমাজে ক্রমশ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছি। ভালোবাসা বা বন্ধুত্ব নয় অস্ত্রই হয়ে উঠছে অস্তিত্ব জানান দেওয়ার একমাত্র কায়দা।'
জানা যায়, চট্টগ্রামের নাগরিক সমাজের নেতৃস্থানীয় পাঁচজন সমাজবিজ্ঞানীর আহবানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/এ মজুমদার