গাজীপুরে তিন বছর আগে অটোরিকশা চালক পারভেজ ভূইয়াকে হত্যার দায়ে রিপন নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় প্রদান করেন বলে জানান আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি পারভেজ ভূইয়া নরসিংদীর শিবপুর থানার গড়বাড়ি এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে রিপন (২৭)।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৬/মাহবুব