ঢাকার জেলার সাভারের আশুলিয়ায় সোনালি (২৫) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার ভাড়া বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) ওমর ফারুক।
সোনালি মাদারীপুর জেলার কানকিনি থানার খাটিয়াল গ্রামের জাহাঙ্গীর মাদবরের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে আশুলিয়ার নরসিংহপুরে একটি বাসায় ভাড়া থেকে পার্শ্ববর্তী কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।
এসআই ওমর ফারুক জানান, সোমবার রাতে সোনালির সঙ্গে তার স্বামীর কথা কাটাকাটি হয়। পরে জীবন নাইট ডিউটিতে চলে গেলে রাতের কোনো এক সময় সোনালি বাথরুমের দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে দীর্ঘক্ষণ বাথরুম বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বাথরুমের দরজা ও চাল ভেঙে মরদেহটি উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৬/মাহবুব