চট্টগ্রামের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৮৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ওই দুই মাদক ব্যবসায়ীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ২৫ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম