কক্সবাজার জেলার টেকনাফ থেকে চট্টগ্রাম নগরীতে আনার পথে বহনকারী প্রাইভেটকার ও ১৫ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর বাহির সিগন্যাল এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) সঞ্জয় গুহ।
আটকৃতরা হলেন কক্সবাজার সদরের লাইট হাউজ এলাকার মো.দেলোয়ার (২৬) এবং বাঁশখালী উপজেলার পূর্ব কোকদন্ডী গ্রামের লিয়াকত আলী রাজু (২১)।
এস আই সঞ্জয় গুহ বলেন, আটক দুজন টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে। এরপর পুরনো মডেলের একটি প্রাইভেটকারে চড়ে কালুরঘাট সেতু পার হয়ে তারা নগরীতে ঢুকছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা প্রাইভেট কারে তল্লাাশি চালায়। এ সময় গাড়ির যন্ত্রাংশের ভেতরে কাঠের বাক্স থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৬/মাহবুব