আশুলিয়ায় গ্যাস লাইটার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে। ওই কন্যা শিশুর নাম আখি (১৩)। আখির বাবার নাম আশরাফুল। রংপুরের মিঠাপুকুরে তাদের গ্রামের বাড়ি।
মঙ্গলবারের অগ্নিকাণ্ডে তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায়। বুধবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
ঢামেক বার্ন ইউনিটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নিবীড় পর্যবেক্ষণে ছিল আখি। দগ্ধ অন্য সবার মতো এই শিশুও ওই ফ্যাক্টরিতে গ্যাস লাইটার তৈরির বিপজ্জনক পেশায় নিয়োজিত ছিল।
উল্লেখ্য মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ‘কালার ম্যাচ বিডি লিমিটেড’ নামে আশুলিয়ার গ্যাস লাইটার কারখানায় আগুন লাগে।
এ ঘটনায় দগ্ধ আখি ছাড়াও অন্য শিশুদের মধ্যে ১৪ বছরের মুক্তির শরীরের ২০ শতাংশ পুড়ে গিয়েছে, ১৬ বছরের নাজমার ২৫ শতাংশ, ১৭ বছরের লাভলীর ৩০ শতাংশ, ১৬ বছরের হাফিজার ২০ শতাংশ, ১৫ বছরের খোদেজার ১৬ শতাংশ এবং ১৬ বছরের সোনিয়ার শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৯