আয়কর দেওয়া আমাদের অবশ্যই দায়িত্ব, এমন মন্তব্য করে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, সবাই ঠিক মতো কর দেবেন সেটা আশা করছি। আমি কখনো কর প্রদান করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পারিনি। আমরা (খেলোয়াড়রা) আয়কর দিয়ে আসছি এবং দেওয়ার চেষ্টা করছি।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত সেরা করদাতা সম্মাননা-২০১৬ প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছ থেকে নিজের পুরস্কার গ্রহণ শেষে প্রতিক্রিয়া জানিয়ে মাশরাফি সাংবাদিকদের আরও বলেন, সেরা করদাতা হিসেবে যে সম্মাননা দেওয়া হয়েছে, তাতে আমরা তিন জন খুবই খুশি হয়েছি। এই সম্মান আমাদের অন্যান্য সকল খেলোয়াড়দের উৎসাহিত করবে। আশা করছি সামনের দিনগুলোতেও নিয়মিত কর দিতে পারবো।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৪