রাষ্ট্রীয় মালিকানাধীন আমিন জুট মিলের জায়গা 'আলীনগর আদর্শ সমাজ কল্যাণ সমিতি' নামের একটি সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি টাঙিয়ে দখলের চেষ্টা করা হয়েছে।
বৃহস্পতি দুপুরে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় এ ঘটনা ঘটে। দখল প্রতিহত করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন আমিন জুট মিলের চার কর্মকর্তা-কর্মচারি। পুলিশ ঘটনাস্থল থেকে আলীনগর আদর্শ সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. ইসমাইল মোল্লা (৪৮) ও সাধারণ সম্পাদক মো. জসিম হাজারীকে (৪০) গ্রেফতার করেছে। জসিম হাজারী আমিন জুট মিলসহ আশপাশের এলাকায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের মহানগর শাখার সভাপতিও দাবি করে বলে স্থানীয়রা জানান।
এ ঘটনায় প্রতিষ্ঠান প্রকল্প প্রধান খান মো. কামরুল ইসলাম বাদি হয়ে বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় জসিম ও ইসমাইলসহ ৮ জনের নাম উল্লেখসহ আরো ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, কিছু দুর্বৃত্ত জাতির জনকের নাম ব্যবহার করে সরকারি জায়গা দখলের চেষ্টা করে। আমিন জুট মিল কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। ভূঁইফোড় সংগঠন বানিয়ে জাতির জনকের নাম ব্যবহার করে এ ধরণের অপরাধ করতে দেওয়া হবে না। এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বায়েজিদ থানা সূত্রে জানা যায়, গতকাল দুপুরে আমিন জুট মিল স্কুল মাঠের পাশে মিলের জায়গায় ২৫-৩০ জন যুবক গিয়ে অতর্কিতভাবে ৫-৬টি সাইনবোর্ড লাগিয়ে দেয়। সাইনবোর্ডগুলো বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের। এ সময় আমিন জুট মিলের কর্মকর্তা-কর্মচারিরা বাধা দিলে তাদের উপর লাঠিসোঠা, দা- কুড়াল নিয়ে হামলা করে দখলদার সন্ত্রাসীরা। এতে ৪ জন আহত হন। আহতরা হলেন, কর্তব্যরত নিরাপত্তা প্রহরী নাজমুল হোসেন, মির্জা আব্দুল আউয়াল ও সুলতান আহমেদ এবং সহকারী সমন্বয় কর্মকর্তা (প্রশাসন) আজিজ আহম্মদ চৌধুরী। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পর খরব দেওয়া হলে পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখলদার সন্ত্রাসীদের ধাওয়া দিয়ে ইসমাইল মোল্লা ও জসিম হাজারীকে গ্রেফতার করে।