রাজধানীর উত্তরায় তাইওয়ানের দুই নাগরিকের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
বৃহস্পতিবার রাতে রাজধানী ও ঢাকার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বছরের ৫ নভেম্বর রাজধানীর উত্তরায় বিদেশি বিনিয়োগকারী তাইওয়ানের নাগরিককে হত্যাচেষ্টা চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় জড়িত অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/ ২৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৬