রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় শিপন (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী সবজি আড়তের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের আব্দুর রহিমের ছেলে। তিনি যাত্রাবাড়ীর কুতুবখালি এলাকা থেকে সবজির আড়তে ব্যবসা করতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মাল নামাতে আড়তে প্রবেশ করে একটি ট্রাক। ওই ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন শিপন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ২৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১১