উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বরিশাল ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের নির্বাচন। বরিশাল বিভাগের ৬ জেলা ছাড়াও মাদারীপুর, শরীয়তপুর এবং গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার একাংশের শ্রমিকরা এই ইউনিয়নের আওতাভুক্ত থাকায় বিশেষ গুরুত্ব পাচ্ছে এই নির্বাচন। নির্বাচনে বিরাজ করেছে বাড়তি আমেজ।
শনিবার সকাল ৯টায় বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের সিটি কলেজে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বিরামহীন ভোটগ্রহণ শেষে রাতেই ফলাফল ঘোষণা করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ। এই ইউনিয়নের আওতাভুক্ত শ্রমিক ভোটারের সংখ্যা ৪৫৩ জন।
এবার সভাপতি সহ ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। ভোট অনুষ্ঠিত হয়েছে কার্যনির্বাহী কমিটির বাকী ৬টি পদে। সভাপতি পদে বিদায়ী সভাপতি আনোয়ার সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আলাউদ্দিন, অর্থ সম্পাদক পদে সবুজ হাওলাদার, দপ্তর সম্পাদক পদে মাসুদ রানা এবং লাইন সম্পাদক পদে সেন্টু খান ইতপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ভোটে সিনিয়র সহ-সভাপতি পদে মাসুম খন্দকার, জালাল হাওলাদার ও নুরুল ইসলাম ফকির, সহ-সভাপতি পদে মো. কামাল ও মিন্টু মিয়া, সাধারণ সম্পাদক পদে শেখ মো. কামাল হোসেন ও মজিবুর রহমান, সহ-সম্পাদক পদে সোলায়মান হোসেন বাদল ও মো. সুমন খান, সংগঠনিক সম্পাদক পদে মো. রুবেল ও মো. মুজাম্মেল এবং প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নান্টু খান ও মো. ফয়সাল হাওলাদার। সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোটগ্রহণের জন্য কেন্দ্রে মোতায়েন ছিলো পর্যাপ্ত পুলিশ।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৬/হিমেল