কৃষিবিদদের পেশাজীবী সংগঠন কৃষিবিদ ইনিষ্টিটিউশন বাংলাদেশ'র (কেআইবি) কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির ২ বছর মেয়াদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে নবনির্বাচিত কমিটির সভাপতি পদে কৃষিবিদ এ এম এম সালেহ ও মহাসচিব পদে কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স সহ নতুন কমিটির অন্যান্য সদস্যরা শপথগ্রহণ করেন।
সন্ধ্যা সাতটায় কেআইবি কমপ্লেক্সে বার্ষিক নৈশভোজ ও নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান কেআইবি’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান কৃষিবিদ নজরুল ইসলাম। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন কেআইবি’র বিদায়ী কমিটির সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠান শেষে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘কেআইবিকে গবেষণা, প্রশিক্ষণ ও শিক্ষার জন্য একটি আদর্শ ক্ষেত্র হিসেবে তৈরী করতে নতুন কমিটির সদস্যরা কাজ করে যাবেন’। সকলের প্রচেষ্টা ও সহযোগিতায় নির্বাচিত কমিটি কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেআইবির বর্তমান কমিটির সহ-সভাপতি ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া, চৈতন্য কুমার দাস, দপ্তর সম্পাদক এম. এম. মিজানুর রহমান, সদস্য প্রফেসর কামাল উদ্দিন আহমেদ, সমীর চন্দ সহ দেশের সকল প্রতিষ্ঠানের কৃষি বিজ্ঞানী ও শিক্ষক-শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৬/হিমেল