ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে ডিজিটাল হাজিরা দেওয়ার মেশিন' স্থাপন করা হয়েছে। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান এ 'ডিজিটাল অ্যাটেনডেন্স এর কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ নির্মাণের স্বপ্নের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আমরা আশা করছি, ডিজিটাল হাজিরা পদ্ধতির মাধ্যমে সকলেই সঠিক সময়ে আদালতে আগমন ও প্রস্থান নিশ্চিত করা সম্ভব হবে এবং বিচারপ্রার্থী জনগণ সর্বোচ্চ সেবা পাবে।
বিডি-প্রতিদিন/০১ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব