রাজধানীর বাড্ডায় স্যাম অনলাইন নামক এক ব্যসায়িক প্রতিষ্ঠানে ঢুকে কর্মচারী ও গ্রাহকদের মারধর করে ভাংচুর চালিয়েছে এক সন্ত্রাসী।
বুধবার রাত সাড়ে ১০ টার পর হামলা চালায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী বিমান সুমন।
কোম্পানিটির সিসিটিভিতে ধারণ করা ভিডিওটি ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, ভিডিওটি দেখেছি। মামলাও গ্রহণ করা হচ্ছে। এরপর অবশ্যই দোষীকে ধরতে অভিযান চলবে।