চট্টগ্রাম নগরীর হালিশহর ফইল্যাতলি বাজার এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ১১টি সেমিপাকা দোকান ও ১৩টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোররাত চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সিরাজুল আমিনের মালিকানাধীন সেমিপাকা দোকান ও কাঁচা বসতঘরে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ