শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে সেই শিক্ষার মেরুদণ্ড প্রাথমিক বিদ্যালয় বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আজ শুক্রবার সকালে বরিশাল নগরীর জাহানারা ইসরাইল উচ্চ বিদ্যালয়ের ৫ম গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, 'আমরা বিশ্বাস করি শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই বিশ্বাস ধারণ করে দেশ যখন স্বাধীন হলো, তখন দেশের সাড়ে ৩ কোটি জনগণ সর্বহারা। এ দেশের ব্যাংকে কোনো বিদেশি মুদ্রার রিজার্ভ ছিল না, খাদ্য গুদামে খাদ্য ছিল না, সেই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৪ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। তার কারণ শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে সেই শিক্ষার মেরুদণ্ড হচ্ছে প্রাথমিক বিদ্যালয়।
এরই ধারাবাহিকতায় প্রতিটি ছাত্র-ছাত্রীকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষা ও বই বিতরণ কার্যক্রম চালু করছেন।
জাহানারা ইসরাইল হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালেহ এম. শেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।
অনুষ্ঠানে স্কুলের ১৬২ জন ছাত্র-ছাত্রীর মাঝে ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।
বিডি প্রতিদিন/৩ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম