‘শিক্ষার আলো জ্বালাবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ এই শ্লোগানকে নিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষ্যে বরিশালে শিক্ষা মেলা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর নব আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল। পরে সমাপনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বরিশাল বেতারের শিল্পীরা।
শিক্ষা মেলায় বরিশাল জেলার ১০ উপজেলার পৃথক ১০টি স্টল স্থায় পায়। মেলার স্টলগুলোতে শিশুদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হয়।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৭/হিমেল